আয়াতের ৬ টুকরা শরীর : গ্রেপ্তার আবির দুইদিনের রিমান্ডে
1 min readচট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু আয়াতকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার আবির আলীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাদ্দাম হোসেন এ আদেশ দেন।
আদালতের আদেশের পর আবির আলীকে হেফাজতে নিয়েছে পুপিবিআই।
পিবিআই সূত্র জানায়, আয়াতকে অপহরণের পর হত্যার ঘটনায় আবির আলীকে ইপিজেড থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ইপিজেড থানাধীন আকমল আলী সড়ক থেকে আবির আলীকে গ্রেপ্তার করে পিবিআই। আটকের পর পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে শিশু আয়াতকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের কথা স্বীকার করেন আবির আলী। পরে শ্বাসরোধ করে হত্যা এবং ধারালো বটি ও অ্যান্টিকাটার দিয়ে মরদেহ ছয় টুকরা করে নালা ও সাগরে ফেলে দেওয়ার তথ্য দেন পিবিআইকে।