মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নতুন অফিস উদ্বোধন
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গত ৬ নভেম্বর বিকেল ৫ টায় মিশিগানের ওয়ারেন সিটির মেডিসন হাইটসের ডিকোইনডার রোডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের উপস্থাপনায় পবিত্র কোরআান তেলাওয়াত করেন মোহাম্মদ আফতাব ও গীতা পাঠ করেন অরবিন্দু মৃদুল চৌধুরী।
শুরুতেই একে অন্যের সাথে বিগত দিনের স্মৃতিচারণসহ কুশলাদি বিনিময়ের পাশাপাশি ফটোসেশনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন সম্পর্কে আলোচনা হয়।আয়োজকরা জানান বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষা সেমিনারসহ একাউন্টিং বিষয়ে দেশ থেকে আসা ছাত্রছাত্রীসহ অন্যান্যদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে। তারা উপস্থিত সবাইকে আত্মীয়স্বজন পরিচিতজনসহ কমিউনিটির সবাইকে অবহিত করতে সবাইকে অনুরোধ জানানো হয়।
এতে আলোচনায় অংশ নেন যথাক্রমে আমিনুর রশিদ চৌধুরী, কাপ্তান শাহ, খালিশ মিনার, অলিউর রহমান, কাজী এবাদ, এস এম ইকবাল হাসান, অরবিন্দু মৃদুল চৌধুরী, মিল্টন বড়ুয়া, এন ইসলাম শামীম, জাভেদ চৌধুরী, রেজাউল করিম চৌধুরী।
তারা নতুন অফিসের নবযাত্রায় এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ও আগামীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাদের অগ্রযাত্রা আরও প্রসারিত হবে বলেও জানান। এর আগে ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সুধিবৃন্দ।
পরে এসোসিয়েশনের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে নিয়ে একটি কেক কাটেন।
এতে আরও উপস্থিত ছিলেন মোতাকাব্বির সাহিন, ইকবাল হোসেন, জিয়াউল ইসলাম চৌধুরী, লুৎফুল বারী নিওন, জান্নাত বেগম, রুনা কোরেশি, প্রদ্যন্ন চন্দ, সংগীতা বড়ুয়া, সাইফুদ্দিন কাতেবী, মাহমুদ হসান কাতেবী, সালাউদ্দিন আহমদ, জুয়েল হুদা ও মিজান মিয়া জসিম।
শেষাংশে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।