আজ জালালাবাদ সোসাইটি অব মিশিগানের অভিষেক - Shimanterahban24
March 23, 2023

Shimanterahban24

Online News Paper

আজ জালালাবাদ সোসাইটি অব মিশিগানের অভিষেক

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: আজ ২৯শে অক্টোবর (শনিবার) বিকাল ৬টায়, গেইট অব কলম্বাসে অনুষ্ঠিত হবে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেপিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. কালি প্রদীপ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর তানভীর আহমদ চৌধুরী ও ময়নুল ইসলাম।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন সোসাইটির সভাপতি এন ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন (সুলেমান)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.