জীবনের শেষ রক্ত দিয়ে ৩নং ওয়ার্ডবাসীর পাশে থাকব: কাউন্সিলর প্রার্থী রফিক - Shimanterahban24
March 28, 2023

Shimanterahban24

Online News Paper

জীবনের শেষ রক্ত দিয়ে ৩নং ওয়ার্ডবাসীর পাশে থাকব: কাউন্সিলর প্রার্থী রফিক

1 min read

আসন্ন বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৩নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রফিক আলী ব্রীজ মার্কার বিজয় নিশ্চিত করতে সকলের দোয়া,সহযোগিতা ও মহামূল্যবান ভোট চেয়ে বলেন, পৌর নির্বাচনে আপনারা এই ওয়ার্ড’র জন্য একজন কাউন্সিলর নয় কাজের লোক নির্ধারন করবেন। যে সুখেদুঃখে সবসময় ওয়ার্ডবাসীর পাশে থাকবে। কাজেই, আল্লাহ আপনাদেরকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন। আপনারা এই ওয়ার্ডকে ঢেলে সাজানোর জন্য কাকে নির্ধারন করবেন তা আপনাদের ভালোই জানা। তবে আমি এ প্রতিশ্রুতি দিতে পারি যে, প্রয়োজনে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমার ৩নং ওয়ার্ডবাসীর সেবা করে যাবো। আমি ওয়াদা ভঙ্গ করবোনা। সার্বিক উন্নয়নের পাশাপাশি অসহনীয় টেক্স সকলের সাধ্যের মধ্যে রাখার ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করবো। শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতির পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক- খেলাধুলার প্রতি খেয়াল রাখবো এবং সকল সংকটময় মুহূর্ত মোকাবিলায় সর্বদা সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।

অতএব, আগামী ২রা নভেম্বর দলমত নির্বিশেষে আমার নির্বাচনী প্রতীক ব্রীজ মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করুন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাউন্সিলর পদপ্রার্থী রফিক আলী কিশোর বয়স থেকেই একজন সমাজকর্মী, সংগঠক ও পরোপকারী। যে কারো বিপদাপদে তিনি পাশে থাকেন। তিনি তার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে একঝাঁক তরুণদের নিয়ে বিভিন্ন সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিগত বন্যা ও করোনা কালীন লকডাউনে অনেক অসহায়দের মাঝে ত্রান বিতরণ করেছেন। এলাকায় সুস্থ সাংস্কৃতিক- বিনোদনের জন্য প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট ও ফুটবল একাডেমি। সমাজের উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রতি যুবকদের আকর্ষণ বাড়াতে মাদক ও অপসাংস্কৃতিক থেকে দূরে রাখতে তিনি প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.