করীমিয়া বেসরকারি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জরুরী সভা অনুষ্ঠিত
1 min read
আজ ২৩ অক্টোবর (রবিবার) করীমিয়া বেসরকারী মাদ্রাসা শিক্ষা বোর্ডের জরুরী সভা, দারুসসালাম লাফনাউট মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বোর্ডের সভাপতি শায়খুল হাদীস মাহমুদুল হাসান রায়গড়ির সভাপতিত্বে সভায় সদ্য প্রয়াত মহাসচিব মাওলানা আব্দুল মালিক সাতাইনি হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়৷
সভায় সর্বসম্মতিক্রমে বোর্ডের মহাসচিবের দায়িত্ব অর্পণ করা হয় দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মুহাদ্দিস ও গোয়াইনঘাট কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটীর কাছে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয় গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উক্ত মাদ্রাসার ফাজিল মাওলানা গোলাম আম্বিয়া কয়েছকে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নির্বাচিত করা হয় ক্বারী মাওলানা ফয়সাল আহমদকে।