বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের নতুন কুঁড়ি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
1 min read
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখা কর্তৃক আয়োজিত নতুন কুঁড়ি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা আজ ২০ অক্টোবর ২০২২ ইংরেজি বৃহস্পতিবার দক্ষিণ বিয়ানীবাজারের নুসরাত কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুহাম্মদ শরীফুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুয যামানের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে কুইজ প্রতিযোগিতা,পুরুষ্কার বিতরণ ও সম্মাননা কার্ড প্রদান পরবর্তী নবীন সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন সিলেট জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ,কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লোকমান হাকিম।
এসময় নবীনদেরকে জমিয়তী খাতা উপহার দেওয়া হয়।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি শায়খ আতিকুর রহমান, উপজেলা যুব জমিয়তের সেক্রেটারী হাফিজ দিলওয়ার হুসাইন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল্লাহ,পৌর যুব জমিয়তের সভাপতি মনজুরুল হাসান, সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি জাহিদ আহমদ।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিদ্দিক আলম,অলিউডর রহমান,আশরাফ হোসাইন, শাহিদ আহমদ,এবাদুর রহমান খান, শাহরিয়ার রহমান, আব্দুল্লাহ আল রাহাত, জাহেদ আহমদ,সাদিক আহমদ,জামাল আহমদ, শাহ জাহেদ, আহমদ কবির, আবিদুর রহমান, আবুল হাসানাত, আরিফুল হক,আফজাল হুসাইন,
প্রমুখ।
পরিশেষে সিলেটের পরিচিত নশিদ শিল্পিবৃন্দ তাদের মনোমুগ্ধকর নাশিদ পেশ করার মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।