নেত্রকোণায় উদযাপিত হলো শেখ রাসেলের জন্মদিন  - Shimanterahban24
April 2, 2023

Shimanterahban24

Online News Paper

নেত্রকোণায় উদযাপিত হলো শেখ রাসেলের জন্মদিন 

1 min read
মোঃ খোকন, নেত্রকোণা প্রতিনিধি :: বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৬৪ সালের ১৮অক্টোবর জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট তাঁকে হত্যা করা হয়।
শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ
আজ ১৮ অক্টোবর। শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন। বাঙালি  জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের  জন্মদিন উদযাপিত হলো  নেত্রকোণায়।
শেখ রাসেল এর জন্মদিন উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন  নেত্রকোণা জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ সকালে জেলার মোক্তারপাড়া মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  অঞ্জনা খান মজলিশ।এরপর দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজন করা হয়  আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু  প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা।
এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সজল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক, জেলা পরিষদ প্রশাসন বাবু প্রশান্ত কুমার রায় সহ আওয়ামী লীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে নেত্রকোণা জেলা আটপাড়া উপজেলার স্বরমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা থেকে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ ছানোয়ার উদ্দিন, ১নং স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, স্বরমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.