জামে’আ আয়েশা সিদ্দিকায় সীরাতুন্নবী মাহফিল আগামীকাল
1 min read
ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামে’আ আয়েশা সিদ্দিকা রা. জাহানপুর, ইসলামপুর মেজরটিলা সিলেটের সীরাতন্নবী মাহফিল আগামীকাল ১৭ অক্টোবর সোমবার বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত জামে’আ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন জামে’আর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর দারুল উলূম দেওবন্দে দাওরায়ে হাদীস হাদীস পড়াকালীন সহপাঠী বর্তমান দারুল উলূম দেওবন্দের প্রধান মুফতী ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা সায়্যিদ মুহাম্মদ সালমান মনসুরপুরী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন জামেয়া কাজির বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী শায়খে চিল্লা সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।
এতে উপস্থিত থেকে সীরাতুন্নবী মাহফিল সফল করার জন্য আহ্বান জানিয়েছেন জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী।