তিন হাজার পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস আটক - Shimanterahban24
March 28, 2023

Shimanterahban24

Online News Paper

তিন হাজার পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস আটক

1 min read
মোঃ খোকন, নেত্রকোণা প্রতিনিধি :: গত রাত অনুমান ১২.০৫  ঘটিকার সময় মাদক পাচার সংক্রান্ত গোপন সংবাদ পায়  ডিবি, নেত্রকোণা এবং নেত্রকোণা মডেল থানা পুলিশ। তাৎক্ষণিক পুলিশ সুপার নেত্রকোণার দিকনির্দেশনায় অভিযান টিম গঠন করা হয়।
উক্ত টিমটি নেত্রকোণা  পৌরসভাধীন হোসেনপুর ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
 অভিযান পরিচালনাকালে সার্বিক দিকনির্দেশনা দেন মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার এবং সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)।
 অভিযান চলাকালীন সময়ে  ময়মনসিংহ হতে আগত যানবাহনে তল্লাশী শুরু করা হয়। তল্লাশীর এক পর্যায়ে আবুল কালাম, পিপিএম, ওসি ডিবি(পশ্চিম) এর নেতৃত্বে এসআই(নিঃ)/তনুনন্দন রুরামসহ ডিবি, নেত্রকোণার একটি  টীম ঢাকা হতে আসা  একটি   মাইক্রোবাস (ঘঙঅঐ) যার নম্বর-পিরোজপুর-চ-১১-০০০১ -কে সিগন্যাল দিলে মাইক্রোবাসের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে মাইক্রোবাসটি হাতের বাম দিকে কাদাযুক্ত গলি দিয়ে হোসেনপুর কার ওয়াশের সামনে ঢুকে যায়।
এ সময় ডিবি, নেত্রকোণার আভিযানিক টীম তাৎক্ষনিকভাবে গাড়িটির পিছুনেয়। ডিবি, নেত্রকোণার টীমের উপস্থিতি বুঝতে  পেরে গাড়ীর চালকসহ গাড়ীতে থাকা অজ্ঞাতনামা তিনজন দৌড়ে পালিয়ে যায়। গাড়ীতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ডিবি, নেত্রকোণার টীমের সদস্যদের সন্দেহ বিশ্বাস ও বাস্তবতায় রুপ নেয়।  তাৎক্ষনিক মাইক্রোবাসটি আটক করে গাড়ীর ভিতরে তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে মাইক্রোবাসের পিছনের ডান পাশের সীট সংলগ্ন হেলপার সীটের ভিতর বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো প্যাকেট হতে ১৫ টি জিপারে রক্ষিত তিন হাজার- পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১৫,০০,০০০/- (প‌নের লক্ষ টাকা)।
 ঘটনাস্থলে লোকজনের উপস্থিতিতে বর্ণিত মাইক্রোবাসটিসহ উদ্ধারকৃত ৩,০০০ পিস ইয়াবা জব্দ তালিকামূলে পুলিশ হেফাজতে নেয়া হয়। নেত্রকোণা জেলা পুলিশ সূত্রে জানা যায় যে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.