৮ অক্টোবর সিলেট রেজিস্টারি মাঠে ছাত্র জমিয়তের সম্মেলন
1 min read
উপমহাদেশের প্রাচীন ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সদস্য সম্মেলন ও কাউন্সিল (৮ অক্টোবর) শনিবার দুপুর ১২ টায় সিলেট রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।
করোনা প্রাদুর্ভাব কাটিয়ে দীর্ঘদিন পর সম্মেলন আয়োজনের কারণে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই বিভিন্ন উপজেলা, ওয়ার্ড ও ক্যাম্পাসে দাওয়াতী কার্যক্রম জোরদার করেছেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক বার্তায় সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফর রহমান জানান, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সম্মেলনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। দাওয়াত কার্ড বিতরণ, পোস্টারিং, দেয়াল রাইটিং ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্মেলন সফল করতে মহানগরীর আওতাধীন প্রতিটি ইউনিটে সফর করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটি। গনসংঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত থাকবেন ছাত্র জমিয়তের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ।
নেতৃত্ব নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ছাত্র জমিয়ত গতানুগতিক কোন রাজনৈতিক সংগঠন নয়। অনুশীলন মূলক সংগঠন হলো ছাত্র জমিয়ত বাংলাদেশ। এই সংগঠনে পদ-পদবী নিয়ে মারামারি, লবিং কিংবা গ্রুপিংয়ের মতো ঘটনা ইতিপূর্বেও ঘটেনি। এবারও ঘটবে না, ইনশাআল্লাহ। দলের অভিভাবক কমিটি অর্থাৎ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাথে ছাত্র জমিয়তের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ সমন্বয় করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী’সহ সর্বস্তরের ছাত্র সমাজের সহযোগিতা কামনা করেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফর রহমান। এছাড়াও সম্মেলনে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।