মিশিগানে প্রজ্বলিত সুর আয়োজিত ইসলাামী নাশীদ সন্ধ্যা অনুষ্ঠিত
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গত ২৫ সেপ্টেম্বর মিশিগানের ওয়ারেন সিটির বিসমিল্লাহ কাবাব হাউসে রাত সাড়ে ৮ টায় প্রজ্বলিত সুরের উদ্যোগে ইসলামী সংগীতানুষ্ঠান নাশীদ সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রজ্বলিত সুরের নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দসহ উপস্থিত দর্শকবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানান।
এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় নাশিদ সংগীত শিল্পী ইকবাল হোসেন জীবন, মিশিগান রেনেসা কালচারাল গ্রুপের শিল্পীদের মধ্যে ইয়াসমিন রাহিন, রুবেল আহমদ, মোজাম্মেল হোসেন, রুহুল হুদা মবিন। কবিতা আবৃত্তি করেন মইনুল হোসেন।
অগনিত দর্শকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠেছিল। সময় যত গড়িয়ে যায় ইসলামী সংগীত প্রেমীরা শিশু কিশোরসহ বিভিন্ন সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।রাত ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। উপস্থাপনায় ছিলেন সোলাইমান আল মাহমুদ।
এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যাবসায়ী ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।