ওমান সালালাহ জমিয়তের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
1 min read
গতকাল ৩০ সেপ্টেম্বর, রোজ শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটের সময় জমিয়তে উলামায়ে ইসলাম ওমান বৃহত্তর সালালাহ শাখার উদ্যোগে শাখার সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ আল হাসান সাহেবের সভাপতিত্বে এবংশাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান র সঞ্চালনায় ও শাখার সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ বুরহান বিন নুরুদ্দিনর কালামে পাকের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত উলামায়ে কেরাম হলেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মজলিসে আমেলার সদস্য মাওলানা আব্দুল হালিম সাতবাকি , জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাছির চৌধুরি ,সুনামগঞ্জ জেলার ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাফিজ সাহেব,
ঘোয়াইনঘাট উপজেলার যুব জমিয়তের সাবেক সহ সভাপতি হাফিজ তাজ উদ্দিন সাহেব , ওমান কেন্দ্রীয় জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরি বেলাল সাহেব, মাওলানা আব্দুল্লাহ , মাওলানা ফজলুল হক্ব সাহেব, হাফিজ জোবায়ের আহমদ , হাফিজ আশফাক আহমদ সহ প্রমুখ ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রাহমান হবিগঞ্জী, বক্তব্য পেশ করেন সালালাহ মহানগরের সভাপতি মাওলানা শিব্বির বিন ইয়াকুব সাহেব , এবং সালালাহ শাখার উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ ঘোয়াইনঘাটী সাহেব ।
এতে আরো উপস্থিত ছিলেন সালালাহ শাখার প্রচার সম্পাদক হাফিজ আশিকুর রহমান , জমিয়ত নেতা হাফিজ মাও:আলীমুদ্দিন, হাফিজ আব্দুর রাজ্জাক , মৌলভী জাকারিয়া আহমদ, মুহাম্মদ দেলোয়ার , সারওয়ার আহমদ , মুশ্তাক আহমদ নিজামুদ্দীন সহ প্রমুখ ।
অবশেষে সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ আল হাসান সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় ।