গোয়াইনঘাটে রাইজের এডভোকেসি সভা: সকলকে ঠিকার আওতায় আনতে হবে - Shimanterahban24
March 28, 2023

Shimanterahban24

Online News Paper

গোয়াইনঘাটে রাইজের এডভোকেসি সভা: সকলকে ঠিকার আওতায় আনতে হবে

1 min read

গোয়াইনঘাট প্রতিনিধি :: সরকারের ঐকান্তিক প্রচেষ্টা আর আন্তরিকতায় আমরা কোভিড ১৯এর ঠিকা পয়েছি যাহা অনেক উন্নত দেশও পারেনি। সকলের সহযোগিতায় ঠিকা প্রদান নিশ্চত করতে হবে। কোন শিক্ষার্থী যেন বাদ না পড়ে সে দিকে সংশ্লিষ্ট বিভাগ, অভিভাবকদের সচেতনতা প্রয়োজন।

৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ ঠিকা পাওয়া যাবে না। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত গোয়াইনঘাটের সকল ইউপির ঠিকা কেন্দ্রে ঠকা দেয়া হবে।

৫-১১ বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু হচ্ছে শিঘ্রই। নিবন্ধন করে তাদের ঠিকার আওতায় আনতে সকলের আন্তরীক হতে হবে।

গোয়াইনঘাটে স্বাস্হ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে কোভিড১৯- প্রতিরোধ, ঝুঁকিনিরোপণ কমিউনিটি সম্পৃক্তকরণ ও ঠিকা বার্তা জোরদারকরণ প্রকল্প রাইজ ফাউন্ডেশনের এডভোকেসি সভায় বক্তরা এই আহ্বান জানান।

২৭সেপ্টেম্বর সকাল সোয়া ১০টায় স্বাস্হ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাঃ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃমশিউর রহমানের সভাপতিত্বে সভার শুরুতেই কোরআান তেলাওয়াত করেন ই’ফা ফিল্ড সুপার মোঃ আব্দুল আজিজ,গীতা পাঠ করেন এইচ আই নিখল চন্দ্র দাস, স্বাগত বক্তব্য রাখেন রাইজ ফাউন্ডেশন সিলেটের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম,প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,বিশেষ অতিথি ইউএনও তাহমিলুর রহমান,শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার,একাডেমিক সুপার শ্যামল কুমার রায়।

উম্মুক্ত আলোচনায় মতাতম ব্যক্ত করেন প্রঃ পিক্ষক আঃ শহিদ,উপজেলা আ’লীগ নেতা সুবাস চন্দ্রপাল ছানা,পরিসংখ্যানবীদ আঃ মালেক,এইচ আই নিখল দাস প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.