সদর উপজেলা যুবলীগের কান্ডারী হতে চায় রাজন ফারাস
1 min readমোঃ খোকন, নেত্রকোণা প্রতিনিধি :: বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শৈশব কৈশোর পেরিয়ে এখনো রাজপথে রয়েছেন রাজন ফারাস।
নেত্রকোণা জেলার ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন এক উজ্জ্বল নকত্র।ধারাবাহিকতায় তিনি ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সফল ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও সাবেক সফল সহ সভাপতি।
তার পিতা মরহুম মজলিস উদ্দিন ফারাস, মাতার নাম ফাতেমা আক্তার। গ্রামঃ মদনপুর, উপজেলাঃ নেত্রকোণা সদর, জেলাঃ নেত্রকোণা। তিনি নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ পাশ করেন।
মেহেদী হাসান রাজন এর সঙ্গে কথা বললে তিনি আমাদের সীমান্তের আহবান কে জানান, আমার শৈশব থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করি।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আদর্শ। বঙ্গবন্ধুর প্রতিটি স্বপ্নের বাস্তবরুপদানের লক্ষ্যেই রাজনীতিতে আমার পদচারণ।তিনি আরও বলেন আমি গরীব অসহায় খেটে খাওয়া মানুষের জন্য সারাজীবন কাজ করে যেতে চাই।