ডৌবাড়ি প্রবাসী জমিয়ত গঠিত
1 min read
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন দেশে অবস্থানরত জমিয়ত কর্মীদের নিয়ে গত ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনলাইন ভার্চুয়ালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৌদি আরব প্রবাসী ফয়সাল আহমেদ মোস্তফার সভাপতিত্বে ও সফিউল্লাহ মাসরুর এর সঞ্চালনায় মহাগ্রন্ত আল কোরআন থেকে তেলাওয়াত করেন সৌদি আরব প্রবাসী- হাফেজ আবুল কালাম।
সভায় সর্বসম্মতিক্রমে- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলহাজ্ব এনামুল ইসলামকে আহ্বায়ক,
কাতার প্রবাসী- হারুনুর রশিদ তালুকদার ও ফ্রান্স প্রবাসী- সুলতান আহমদকে যুগ্ম আহ্বায়ক করে জমিয়তে উলামায়ে ইসলাম ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী শাখার ৩ সদস্যের এক মাস মেয়াদি আহবায়ক কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন সৌদি আরব প্রবাসী- ফয়সাল আহমেদ মুস্তফা, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী- এনামুল ইসলাম, সৌদি আরব প্রবাসী- সফিউল্লাহ মাসরুর, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী- আসাদ আহমেদ, সৌদি আরব প্রবাসী- মাওলানা কামাল উদ্দিন, সৌদি আরব প্রবাসী- হাফেজ আবুল কালাম, ওমান প্রবাসী- জাবের আহমেদ, সৌদি আরব প্রবাসী হাফিজ রুম্মান আহমেদ, সৌদি আরব প্রবাসী- কিবরিয়া আল মামুন, ওমান প্রবাসী- এমাদ উদ্দিন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আমজাদ হোসেন প্রমুখ।
সাভায় পারস্পারিক পরিচিতিসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।