জমিয়ত যুব ও ছাত্র জমিয়ত ১১নং মধ্য জাফলং ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন
1 min read
২৩ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুমা, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত ১১নং মধ্য জাফলং ইউনিয়ন (গোয়াইনঘাট) এর কাউন্সিল সম্পন্ন হয়েছে।
মাওলানা ছমির উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা হাফিজ এহসান উল্লাহ-এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সহ-সভাপতি ফরিদ উদ্দিন কয়েছ, সহ-সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আবুল হাসানাত, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হুসাইন, জেলা প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে-
জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ছমির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ।
যুব জমিয়তের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আবু বকর, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ।
ছাত্র জমিয়তের সভাপতি এহসান উল্লাহ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সম্রাট।