বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন মাও. বুরহান উদ্দিন
1 min read
আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করবেন যুব জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার সভাপতি মাওলানা বুরহান উদ্দিন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে একনিষ্ঠতার সাথে সেবা করার লক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান।
মাওলানা বুরহান উদ্দিন বিশ্বনাথের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি উপজেলা ছাত্রে জমিয়তেরও দায়িত্বশীল ছিলেন। এছাড়াও এলাকার বিভিন্ন ইসলামী- সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রথমবারের মতো বিশ্বনাথ পৌরসভার নির্বাচন শুরু হওয়ায় পুরো এলাকাজুড়ে অনেক আগে থেকে সরগরম। চারিদিকে নির্বাচনের প্রচারণা। এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীর বিজয়ের মাধ্যমে পৌর শহরসহ পুরো এলাকা উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।