শ্রমিক মারধরের প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ - Shimanterahban24
March 23, 2023

Shimanterahban24

Online News Paper

শ্রমিক মারধরের প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

1 min read

আজ বুধবার বেলা দেড়টার দিকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়শ্রমিকদের মারধরের প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে আন্তজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার বেলা দেড়টার দিকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমানের ভাষ্য, আজ বেলা ১১টার দিকে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে বাস পার্কিংকে কেন্দ্র করে ঝালকাঠির বাসশ্রমিকদের সঙ্গে রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে বরিশালের শ্রমিকেরা ঝালকাঠির শ্রমিকদের বেধড়ক মারধর করেন। এতে ঝালকাঠির অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এর প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

হঠাৎ বাস ধর্মঘট ডাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছে। আজ বুধবার দুপুরে

তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ঝালকাঠির বাসচালক কালু হাওলাদার (৪৫), সুপারভাইজার আবুল কালাম (৩৫), চালকের সহকারী শাওন হাওলাদার (২৫), সাগর মিয়া (২০) ও মো. জাহিদ (১৯)। আহত শ্রমিকেরা ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঝালকাঠির বাসশ্রমিকদের অভিযোগ, রূপাতলীর বাস মালিক সমিতি ও সেখানকার শ্রমিকেরা নানাভাবে তাঁদের ওপর অত্যাচার চালান। প্রায়ই শ্রমিকদের মারধরের ঘটনা ঘটছে। এমন অবস্থায় চালক-শ্রমিকদের নিরাপত্তার অভাবে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন বলেন, শ্রমিকদের সঙ্গে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি সমাধানের চেষ্টা চলছে। বিষয়টির সমাধান হলে আবার বাস চলাচল শুরু হবে।

হঠাৎ বাস ধর্মঘট ডাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছে। এ পথের যাত্রী তপন সরকার নামের এক ব্যাংক কর্মকর্তা বলেন, এ রুটের বাসমালিক ও শ্রমিকেরা বিভিন্ন সময় নানা অজুহাতে ধর্মঘটের ডাক দিয়ে যাত্রীদের দুর্ভোগে ফেলেন। তাঁরা যাত্রীদের সমস্যার কথা ভাবেন না, শুধু নিজেদের স্বার্থ নিয়েই থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.