মিয়ানমারের উসকানিমূলক তৎপরতা চরম উদ্বেগজনক, শান্তিপূর্ণ সমাধান অপরিহার্য: জমিয়ত
1 min read
মিয়ানমার সীমান্তে গত কয়েক দিন যাবত গোলাগুলির কারণে হতাহতের ঘটনা ও সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ (সোমবার) জেইউআই নিউজ বিডি (JUInews BD) তে প্রেরীত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বারংবার সতর্ক করার পরেও এ সব উসকানিমূলক তৎপরতা বন্ধ না হওয়াটা চরম উদ্বেগজনক। খুব দ্রুত এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান অপরিহার্য হয়ে পড়েছে। এ ক্ষেত্রে বিলম্ব করা হলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।
নেতৃবৃন্দ বলেছেন: সীমান্তবর্তী এলাকাগুলোতে চরম আতংকে দিনাতিপাত করছেন জনগণ। মুহুর্মুহু গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শুনছেন তারা নিয়মিত। সরকারী ভাবে সংশ্লিষ্ট জনপদগুলোতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে এ অবস্থা কিছুতেই মেনে নেওয়া যায় না।
জমিয়ত সভাপতি ও মহাসচিব বিবৃতিতে আরো বলেছেন: পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে মতপার্থক্য ভুলে গিয়ে এবং নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে কুটনৈতিক প্রজ্ঞা দিয়ে সরকারকে অবিলম্বে এই সংকট উত্তরণের পথ বের করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করতে হবে।