স্বপ্ন ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
1 min readমৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ১০ হাজীপুর ইউনিয়নের একটি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে একই বছরে দ্বিতীয়বারের মত কাউকাপন বাজারে বিনামুল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয় এবং উক্ত সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, ডেনমার্ক প্রবাসী জনাব মোঃ আসাদুজ্জামান টিটু-কে সংগঠনের পক্ষ থেকে সংর্বধনা দেওয়া হয়।
স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামুল্যে গাছের চারা বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ আসলম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মবশ্বির আলী, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ডেনমার্ক প্রবাসী জনাব মোঃ আসাদুজ্জামান টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসাইন, আজিজুর রহমান আজিজ, আব্দুল মতিন, রাসমান আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে হযরত শাহ হাফিজিয়া মাদ্রাসায় একটি ফলসহ মাল্টা গাছের চারা দেওয়ার মধ্য দিয়ে গাছ বিতরন অনুষ্টান শুরু হয়।
জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন নামের গ্রামটিতে একঝাঁক তরুণ মিলে ‘স্বপ্ন ফাউন্ডেশন ‘ নামে একটি সংগঠন গড়ে তোলেন ২০১৭ সালে। কাউকাপন গ্রামে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে একের পর এক জনকল্যাণমুখী পরিকল্পনা। সংগঠনের উদ্যোক্তারা গরীব-অসহায়দের মানবিক সহায়তা, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে গাছের চারা বিতরন, দুর্যোগে খাদ্যসামগ্রী বিতরণ, করোনায় সচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম গ্রামের সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সহ ক্রীড়াক্ষেত্রে নিজেরদের সম্পৃক্ততা অব্যাহত রেখেছেন।