নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি অসিত সরকার সজল
1 min readমোঃ খোকন, নেত্রকোণা প্রতিনিধি :: এডভোকেট অসিত সরকার সজল একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। ১৯৭৫ এ তার আবির্ভাব হয় প্রতিরোধ যোদ্ধা হিসেবে।বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে। তিনি খুনি মোস্তাককে হত্যা করার উদ্দেশ্যে প্রস্তুতি কালীন সময়ে অস্ত্র ও গ্রেনেড সহ গ্রেপ্তার হন তৎকালীন স্বৈরশাসকের হাতে।
তারপর থেকে ১৩ বছর তিনি ছিলেন কারাগারের অন্ধকারে ফাঁসির রায় মাথায় নিয়ে।
পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় তিনি কারাগার থেকে বের হয়ে এসেছিলেন।বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে তিনি তার সর্বস্ব দিয়ে গেছেন বিনিময়ে কোনদিন কিছু চাননি।
কিন্তু এমন একজন নেতাকে নেত্রকোণা জেলার সেবায় একান্তই প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকেই শেখ হাসিনা নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
এডভোকেট অসিত সরকার সজল কে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলো স্বস্তির নিশ্বাস নিচ্ছে। এমন একজন ত্যাগী নেতাকে জেলার অভিভাবক হিসেবে পেয়ে তারা খুশি।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার সাবেক সভাপতি ব্যারিস্টার ফয়সাল আহমেদ রনি বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পূর্বের ন্যায় বর্তমান ও আগামীতেও যুবসমাজকে সাথে নিয়ে নেত্রকোণাবাসীর পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।