দোয়ারাবাজারে উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিল; সভাপতি যোবায়ের, সেক্রেটারি আসাদুজ্জামান
1 min read ১৫ সেপ্টেম্বর ২২ ইং বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় উপজেলার মা-জননী কমিউনিটি সেন্টারে
ছাত্র জমিয়ত বাংলাদেশ, সুনামগঞ্জ জেলার আওতাধীন দোয়ারাবাজার উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
শাখার আহবায়ক আল আমিন সাদীর সভাপতিত্বে সদস্য সচিব যোবায়ের বিন আরিফের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈয়দ হাবিব ছালেহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সহসাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা এইচ এম জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমিন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, যুবনেতা মাও. নিজাম উদ্দিন নোমানী প্রমূখ।
–
অধিবেশনে সর্বসম্মতিক্রমে যোবায়ের বিন আরিফকে সভাপতি, আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক, হেলাল হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২২-২৩ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির প্যানেল ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈয়দ হাবিব ছালেহ।
ছাত্র জমিয়ত বাংলাদেশ, দোয়ারাবাজার উপজেলা শাখার নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির (২২-২৩ ইং সেশন) তালিকা নিম্নে;___
০১। সভাপতি,যোবায়ের বিন আরিফ- সুরমা ইউপি ০২। সহসভাপতি, হুসাইন আহমদ – সদর ইউপি ০৩। সহসভাপতি, মিজানুর রহমান – মান্নারগাও ইউপি ০৪। সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান খাঁন কামাল- সদর ইউপি ০৫। যুগ্ম সাধারণ সম্পাদক, শিব্বীর আহমদ – পাণ্ডারগাও ইউপি ০৬। সহসাধারণ সম্পাদক, জুনেদ আহমদ – সদর ইউপি ০৭। সাংগঠনিক সম্পাদক, হেলাল আহমদ- সুরমা ইউপি ০৮। অর্থ সম্পাদক, নুবাইর আহমদ – সদর ইউপি ০৯। প্রশিক্ষণ সম্পাদক, নুরুল হাসান- নরসিংপুর ইউপি ১০। প্রচার সম্পাদক, হা.শাব্বির আহমদ- নরসিংপুর ইউপি ১১। সাহিত্য সম্পাদক, শফিউর রহমান – সদর ইউপি ১২। সমাজসেবা সম্পাদক, মুজাম্মিল হক- দোহালিয়া ইউপি১৩। পাঠাগার সম্পাদক, জুনেদ আহমদ – দোহালিয়া ইউপি১৪। দপ্তর সম্পাদক, আতিক আহমদ- সদর ইউপি ১৫। কওমী মাদ্রাস সম্পাদক, মাহমুদুল হাসান- বাংলাবাজার ইউপি ১৬। আলিয়া মাদ্রাসা সম্পাদক, হা. জুবায়ের আহমদ- দোহালিয়া ইউপি ১৭। কলেজ-ভার্সিটি সম্পাদক, আহাদুজ্জামান – সদর ইউপি ১৮। নির্বাহী সদস্য, জাকির হুসাইন রিয়াদ- দোহালিয়া ইউপি ১৯। নির্বাহী সদস্য, শুয়াইব আহমদ – সুরমা ইউপি ২০। নির্বাহী সদস্য, হুসাইন আহমদ – পাণ্ডারগাও ইউপি ২১। নির্বাহী সদস্য, মনির আহমদ – ভূগলা ইউপি।