নজরুল (কবিতা) - Shimanterahban24
March 31, 2023

Shimanterahban24

Online News Paper

নজরুল (কবিতা)

1 min read
হে নজরুল তুমি এসেছিলে
বাংলাকে করে আলোকিত,
বাংলার মাঠিকে করেছ তুমি
সাহিত্যে সুভাষিত।
তুমি বাংলার এক শ্রেষ্ঠ ইতিহাস
ইংরেজ শোষকের কাছে ছিলে তুমি
ভয়ংকর যমদূত ত্রাস।
তোমার লেখা বিদ্রোহী কবিতা
করেছিল সব অপশক্তিকে গ্রাস।
“অসত্যের কাছে কভু তুমি
করনি নত শির
ভয়ে কেঁপেছে সকল কা-পুরুষ
লড়েছ তুমি  মহাবীর”।
তোমার লেখায় প্রাণ ফিরে পেত
মুক্তিকামীর দল,
একাত্তরে তাই
হায়েনাকে দিল না ঠাঁই
মনে ছিল অগাধ মনোবল।
একহাতে তোমার ছিল ঞ্জান্ডা
অন্য হাতে অগাধ প্রেম
দূলনচাপা তার জ্বলন্ত প্রমাণ।
তুমি ছিলে তুমি আছ কোটি শত
মানুষের প্রাণ,
আজো জাতি পথ খুঁজে পায়
তোমার সৃষ্টিতে ও গানে।
তুমি আমার জাতীয় কবি
বাংলার শ্রেষ্ঠ ফুল,
বিদ্রোহী তুমি, পাঞ্জেরী তুমি
তুমি যে কবি নজরুল।
লেখক: এম কে আলম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.