পরপারের ডাক (কবিতা)
1 min read
লেখক: কাকলী আক্তার মৌ
আমি প্রতিদিন খুঁজি জীবনের মানে,
“মরতে হবে,নেই তো মানে”
প্রতিদিন এসে আজরাইল বলে যায় কানে কানে..
তবুও আমি প্রতিদিন খুঁজি জীবনের মানে,
অবশেষে বুঝি সবি মিছে ভাই-
পরপারের ডাক বাজে,শুনতে যে পাই,
বারে বার প্রত্যহ মোর মনে,
ঘুরে ফিরে আসে “জীবনের মানে”
পরপার ভুলি মিশি তাই রঙিনের রঙে-
হাত-পা মাখি সাজি কিম্ভুত সঙে।
ভুলে না তো বিধি-“মরতে হবে,নেই তো মানে”
প্রতিদিন এসে আজরাইল বলে যায় কানে কানে..
মোহ মায়া ছাড়ে না মোরে,
ধরে রাখে আলিঙ্গনে জোরে,
আমিও আপন করে ধরি তারে বাহুডোরে,
ভুলে যাই দিন শেষে ফিরতে হবে পরপারে।
ঘুম থেকে উঠি সদা- খুঁজি জীবনেরই মানে,
“মরতে হবে,নেই কোন মানে”
প্রতিদিন এসে আজরাইল বলে যায় মোর কানে..
ফিরতে তোকে হবেই প্রভুর আরশ পানে।