রুক্ষ সময় - Shimanterahban24
March 31, 2023

Shimanterahban24

Online News Paper

রুক্ষ সময়

1 min read

[আলফেসানি]

এই বুকের মরুভূমিতে
নাহি প্রণয়ের বৃক্ষ হয়,
উত্তপ্ত বায়ু তাহার
শুষ্ক অনুর্বর জমি হায়,
যদি আসে বর্ষা
উর্ধ্বে চেয়ে থাকা এই আশায় ।

এত দীর্ঘ অপেক্ষা
যেন কভু শেষ হবার নয়,
প্রতিটা প্রহর শুধু খোঁজে তারে
যারে আপন মনে হয়,
এত আকুতি কি করে
কাটে দিন শেষ নাহি হয় ।

আকুতি নিয়ে চোখে
তাকিয়ে আছি সহস্র বছর
পরবে না চোখের পলক
ঝরে পড়া অশ্রুর ফোঁটা
অবশেষে খুঁজে পাবে ভালোবাসা
মিলায়ে মাটিতে।
রচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.