কুড়িগ্রামের উলিপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
1 min read
মাহফুজার রহমান মাহফুজ, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের তত্ত্বাবধানে ২ টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৪মে বেলা সাড়ে ১১ টায় সড়ক দুটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এমএ মতিন এমপি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উদ্দৌলা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোফ্ফার ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রবীণ রাজনৈতিক ব্যক্তি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ী, পার্থসারথি এবং সাংবাদিক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর বামনের হাট ফেডারেশনের সামন হতে তেতুলতলা বাজার পর্যন্ত ৩.৩৩০ কিলোমিটার ও হাতিয়া ইউনিয়নের দাঁড়ারপাড় সবদুলের মোড় হতে মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকার মাথা পর্যন্ত ৩.৪১১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।