আলোকিত নজরুল
1 min read
হে নজরুল
তুমি এসেছিলে বাংলাকে করে আলোকিত।
বাংলার মাঠিকে করেছ তুমি সহিত্যে সুভাষিত।
তুমার লেখায় প্রাণ ফিরে ফেত মুক্তি প্রেমির দল
তুমার লেখা রণসংঙ্গিতে
তাল মিলিয়ে চলে বীরপুরুষের ঢল।
তুমার লেখায় শক্তি ফিরে পেত মুক্তিকামি জনতা,
তাই তো দেখেছি একাত্তরে
পালিয়েছে কত শত্রুসেনার হোতা।
তুমার লেখা প্রলয়োল্লাসের ভয়ে
ইংরেজরা ছিল টলমল
সাতচল্লিশে ভারতবর্ষ তাই হয়েছিল সুন্দর, পরিষ্কার ঝলমল।
হে নজরুল তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে,
বাংলার বুকে চন্দ্র সুর্য গ্রহ নকত্র যতদিন উঠবে।
লেখক: এম,কে আলম