গোয়াইনঘাটে বন্যার্তদের নিরাপদ খাবার পানি সরবরাহ
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে বন্যার্তদের নিরাপদ খাবার পানি সরবরাহ শুরু হয়েছ সোমবার থেকে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এই ব্যবস্থা গ্রহণ করে।
বন্যার্ত এলাকাবাসীর জন্য এ সুযোগ চালু রাখা প্রয়োজন।
পানিতে নিমজ্জিত গোয়াইনঘাট। কিন্তু খাবার জন্য নিরাপদ পানির অভাব। এ বিবেচনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে উপজেলার সদর সংলগ্ন গ্রামের বন্যাক্রান্তদের নিরাপদ খাবার পানি সরবরাহ করে।
বিকেল সোয়া ৩টায় লেঙ্গুড়া গ্রামের রাস্তায় দেখা যায় পানি সংগ্রহ করতে নর নারীর ভীড়।সারিবদ্ধ লাইনে থেকে পানি সংগ্রহ করছেন।
নিরাপদ পানি এই সঙ্কট মূহুর্তে প্রদান করায় আনন্দিত আক্রান্তরা। উপজেলার রুস্তমপুর,তোয়াকুল নন্দিরগাঁও সহ দূরবর্তী স্থানগুলোতে সরবরাহ করলে বেশী জনসাধারণ উপকৃত হবে।
জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস মিয়া বলেন পরিস্থিতি স্বভাবিক না হওয়া পর্যন্ত এই ট্রিটমেন্ট প্লান্ট পানি সরবরাহ করবে।