বন্যায় কবলিত ১০০টি অসহায় পরিবারে হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ’র ত্রাণ বিতরণ
1 min read
মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার(সিলেট):-
টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কবলিত সিলেটের নিম্নাঞ্চল এলাকা জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বন্যায় কবলিত ১০০টি অসহায় পরিবারের মধ্যে হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫নং ফতেপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ’র ত্রাণ বিতরণ।
আজ ২২ মে(রবিবার) দুপুর ১২ ঘটিকায় সভাপতি আব্দুল্লাহ’র বড় বোন ৪নং,৫নং,৬নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাহেনা বেগম ও ছোট ভাই জুবায়ের আহমেদ পাবেল,সুহেল আহমেদ, ভাগীনা আবু হানিফের উপস্থিতে ৫নং ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (লামা শ্যামপুর,খাইতগ্রাম),৫নং ওয়ার্ড (উত্তর বাগেরখাল,দক্ষিণ বাগেরখাল) ৬নং ওয়ার্ড (দলইপাড়া, উপর শ্যামপুর) ৩টি ওয়ার্ডে ১০০ টি অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন।
এসময় হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রতিবেদক কে জানান, টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কবলিত আমাদের নিম্নাঞ্চল এলাকা ৫নং ফতেপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ১০০টি অসহায় পরিবারের মধ্যে আমার ব্যক্তিগত অর্থায়ণে এ ত্রাণ বিতরণ করি । আমি আমার পরিবারের পক্ষ থেকে বন্যায় কবলিত অসহায় পরিবারের সহযোগিতায় সবসময় পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।