লাউতা ইউনিয়ন জমিয়তের সংবর্ধনা
1 min read
নিজস্ব প্রতিবেদক :: আজ ০১ মার্চ-২০২২, মঙ্গলবার বাদ যুহর বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানিবাজার ১১ নং লাউতা ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।এর পূর্বে জমিয়ত নেতৃবৃন্দ ও আলেম উলামা ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সহ সভাপতি, মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী, সাংঘঠনিক সম্পাদক মাওলানা মারুফুল হাসান, লাউতা ইউনিয়ন সহ সভাপতি মাওলানা নুরুর রহমান, মাওলানা জালালুদ্দিন সাহেব, ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা সিহাবুদ্দিন খলীফা, ছাত্র জমিয়ত সেক্রেটারি আরিফুল হক, যুব জমিয়ত কর্মী মকবুল হুসেন, জুনাইদ আহমদ,মাওলানা আবদুর রকিব, মুহতামিম; বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা।
এছাড়া জেলা উপজেলা ইউনিয়ন জমিয়তের আরও অনেকে উপস্থিত ছিলেন।