মাওলানা জহিরুল হক ভুইয়া (রাহ.)এর ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক
1 min read
আতিকুর রহমান কামালী : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মাওলানা জহিরুল হক ভুইয়ার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। রবিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ শোক জানান।
শোকবার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, মাওলানা জহিরুল হক ভুইয়া (রাহ.) ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। জমিয়তের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি ঈমান-আক্বিদা ও ইসলামের নীতি-আদর্শের সুরক্ষা এবং দেশাত্মবোধ ও ইনসাফের পক্ষে এক আপোষহীন নেতা ছিলেন।
সত্যনিষ্ঠতায় তিনি কখনোই ভয়-ভীতি, প্রলোভন ও জুলুমের কাছে মাথানত করেননি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রের এই সময়ে তাঁর নেতৃত্ব দেশ ও জাতির জন্য অনেক প্রয়োজন ছিলো।
আমরা হজরতের সকল অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হজরতের অগণিত ছাত্র, ভক্ত, মুরীদ, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা মাওলানা জহিরুল হক ভুইয়া (রাহ.)কে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
ফেইসবুকে- সীমান্তের আহ্বান
3 thoughts on “মাওলানা জহিরুল হক ভুইয়া (রাহ.)এর ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক”