সিলেটের জামেয়া রামধার দস্তারবন্দী মহাসম্মেলন চলছে
1 min read
শেখ আব্দুল্লাহ উসামা, বিশেষ প্রতিনিধি :: দুটি পাতা একটি কুঁড়ি, উলামা-মাশায়েখ এবং ওলী আউলিয়ার পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ, ঢাকাউত্তর মুহাম্মদপুর জামেয়া দ্বীনিয়া আসআদুল উলূম রামধার ৬যুগপূর্তি ৩২ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আজ থেকে শুরু হচ্ছে।
আজ ১৪ এবং আগামীকাল ১৫ জানুয়ারী রোজ শুক্র ও শনিবার মাদরাসার মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উলামা তালাবাদের মিলনমেলা। আগমন করবেন বাংলাদেশ, ভারত, লন্ডন,আমেরিকা, সৌদিআরব সহ বিশ্বের বিভিন্ন দেশের উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলারবৃন্দ।
দস্তারবন্দী উপলক্ষে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ। চারিদিকে রং বেরঙ্গের গেইট, ব্যানার, ফেস্টুন। সব মিলিয়ে এ যেন এক আনন্দের মহাক্ষণ।
ইতিমধ্যেই জামেয়ায় পৌছেছেন বহু ফারেগীণ, পৌছেছেন অনেক শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী। ক্রমেই বাড়বে আগমনের সংখ্যা। দস্তারবন্দীকে সাফল্য মন্ডিত করতে সকলের উপস্থিতি ও সর্বাত্মক সহযোগীতা কামনা করেছেন জামেয়ার দায়িত্বশীলগণ।
ফেইসবুকে- সীমান্তের আহ্বান
টুইটারে- সীমান্তের আহ্বান