গোয়াইনঘাটে চলছে আমন ধান সংগ্রহ: লক্ষ্যমাত্রা ৬৭০ মেঃটন
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গেয়াইনঘাটে চলছে আমনধান সংগ্রহ, চলবে আসছে ফেব্রুয়ারী পর্যন্ত। সংগ্রহের লক্ষমাত্রা ৬শত ৭০ মেঃটন।প্রতি কেজি ধানের সরকারী মূল্য ২৭ টাকা।
একজন কৃষক খাদ্যগুদামে সর্বোচ্চ ৩ মেঃটন, সর্বনিম্ন ১শত ২০কেজি পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। কোনো প্রকার হয়রানী ছাড়াই কৃষকরা ধান বিক্রি করতে পারছেন বলে জানান ওসিএলএসডি আফসর আলী।
১৩ জানুয়ারী পর্যন্ত ১শত ১৪০ মেঃটন ক্রয় করা হয়েছে বলে জানান তিনি। ক্রয়কৃত ধান লক্ষমাত্রার সিকি ভাগেরও কম। বাকী সময়ে লক্ষমাত্রা পূরণের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।
তিনি বলেন এখানে ধান বিক্রি করতে আসা কৃষকদের কোন টাকা দিতে হয় না এমনকি কোন শ্রমিকেও টাকা দিতে হয় না। সরকারী নিতীমালা অনুযায়ী ধান সংগ্রহ করা হচ্ছে।
জানা যায় সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাহিরে কৃষকরা বেশী মূল্য পাচ্ছেন। গত বোরো মওসুমেও সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
ফেইসবুকে- সীমান্তের আহ্বান
টুইটারে- সীমান্তের আহ্বান