গোযইনঘাট প্রতিনিধি :: গোয়ইনঘাটের আলীরগ্রামের উনাই হাওরে ৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় মাঠে ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএনও তাহমিলুর রহমান, কৃষি কর্মকর্তা সুলতান আলী, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লা। এসময় উপসহকারী কৃষিকর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আলীরগ্রাম কর্নি,ছাতারগ্রামের কৃষক,জমির মালিকরা উপস্হিত ছিলেন। মাঠের ৮০ ভাগ ধান পেকে গেলেই দ্রুত কেটে ফেলা, লেবার বা ধান কাটার মেশিনের প্রয়োজন হলে প্রশাসনকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয় পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে।