ফয়জুর রহমান
যেই কলা বাকল ছাড়া
নালার মাছি আর মশারা
যার পিছু যায়,
কিনবে বলে সেই দিকে কী
কেউ ফিরে চায় ?
পর্দা ছাড়া তেমনি নারী
ইভটিজিং-এর হয় শিকারী
সকাল সাঝে,
সহ শিক্ষা চলছে আজো
দেশের মাঝে।
ছেলে – মেয়ে পৃথক করে
ধর্মমতে তুললে গড়ে
থাকবে না আর,
ইভটিজিং ও নারীর প্রতি
কোনো দুর্ব্যবহার।