কানাইঘাট প্রতিনিধি ;; কানাইঘাট উপজেলাধীন লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়ন উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতাও প্রবাসী শাখার সাধারণ সম্পাদক, বৃহত্তর কাড়াবাল্লাহ গ্রামের কৃতিসন্তান সৌদি আরব প্রবাসী তোফায়েল হাসান মান্না স্বদেশ আগমন উপলক্ষ্যে তাঁর নিজ এলাকা তথা বৃহত্তর কাড়াবাল্লাহ যুব সমাজের পক্ষ থেকে আজ বাদ মগরিব স্থানীয় সুরমা বাজারে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহত্তর কাড়াবাল্লাহ গ্রামের যুব সমাজের আইকন জনাব আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মীম সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কাড়াবাল্লাহ বড়চাতলের পরিচিত মুখ সিলেটের দৈনিক বিজয়ের কন্ঠের প্রকাশক ও সম্পাদক জনাব জে,এ,কাজল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কাড়াবাল্লাহ গ্রামের যুব সমাজের অহংকার জনাব ফারুক আহমদ।
সভায় উপস্থিত ছিলেনও বক্তব্য রাখেন, লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক জনাব মাস্টার এমদাদুর রহমান, কাড়াবাল্লাহ বড়চাতল প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের সভাপতি মো, রায়হান আহমদ, ছাত্র জমিয়ত নেতা রাসেল হাদী, যুবনেতা আহমেদ আল আজির, ইছামতী ডিগ্রি কলেজের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, এহসান ইমন বাংলাদেশ সেনাবাহিনী, যুবলীগ নেতা বদরুল হক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ওয়াহিদ বদরুল, কানাইঘাট কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কারুল ইসলাম ৩নং কাজলশাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজান আহমদ, তোফায়েল জুমান মুক্তা, ছাত্রলীগ নেতা শাকির আহমদ, মো, দেলোয়ার আহমদ, ইসমাঈল তালুকদার, কামরুল ইসলাম, নয়ন, তালহা আহমদ,আতিক আহমদ প্রমুখ।