জিহাদুল ইসলাম :: ভোলা চরফ্যাশন এর শশীভূষণ থানাধীন চর মঙ্গল এলাকায় ধর্ষণের শিকার হয় এক কিশোরী। এ ঘটনায় ১১ জানুয়ারি ২০২১ ইং তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষক অভিযুক্ত হাবিবসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। বিজ্ঞ আদালত উহার শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ শশীভূষণ থানা কে নির্দেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে ও অভিযোগের বিবরণে প্রকাশ, দীর্ঘদিন ধরে দক্ষিন চর মঙ্গল গ্রামের ৮ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন ওরফে দেলু বয়াতির ছেলে হাবিব (২৪) কর্তৃক একই সাকিনের সেলিম ডালির কিশোরী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ই ডিসেম্বর ২০২০ইং রাতে কিশোরীর পিত্রালয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় স্থানীয় জলিল, মালেক, ফখরুল, আলতাফ, ও বসির গংরা সালিশের নামে প্রহসন করে হাবিব গংদের কাছ থেকে কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে কিশোরী ও তার মাকে বিবাহের বিষয়টি এড়িয়ে গিয়ে বিতাড়িত করে দেয়। পরিশেষে,কিশোরী অসহায় হয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একটি অভিযোগ দেয়। ইহাতে তদন্তের স্বার্থে লিখিত নোটিশ করিলে হাবিব গংরা উপস্থিত না হয়ে স্বার্থান্বেষী চক্রটির যোগসাজশে বিরূপ মন্তব্য করেন এবং কিশোরীর ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে ৫ লক্ষ টাকা ব্যয় করবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বেড়ান।সেইসঙ্গে থানা পুলিশকে ম্যানেজ করা হয়েছে বলেও বলাবলি করেন। পরবর্তীতে কিশোরী মানবাধিকার সংস্থার সহায়তায় আইনের আশ্রয় নিতে গিয়ে ভোলার বিজ্ঞ ট্রাইব্যুনালে ৯(১) /৩০ ভাড়ায় হাবিবকে প্রধান আসামি করে এবং অপকর্মের সহায়তাকারী দেলু বয়াতি ও হাবিবের বড় ভাই হাসনাইন কে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।