সুবর্ণচরে নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
1 min readমোহাম্মদ দেলোয়ার হোসেন :: সুবর্ণচরে নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার ২০২০, অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এইচ,এম,ইবনুল হাছান ইভেনের সভাপতিত্বে ৩০শে ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে আয়োজন করা হয় এই সেমিনার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ,এইচ,এম,খাইরুল,আনম,চৌধুরী সেলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল হক সহ প্রশাসনের ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এতে ইউপি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান , জনপ্রতিনিধি, রাজনৈতিক,সামাজিক, মানবাধিকার কর্মী,শিক্ষক নেতৃবর্গ, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ খাদ্যের নিরাপদতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।