চরফ্যাশনে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা” প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও আগামী পরিকল্পনা সভা
1 min readজিহাদুল ইসলাম, ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলা জেলা চরফ্যাশন উপজেলায় ব্রিটিশ সরকারের এফসিডিও এর অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)সহ আরো অন্যান্য সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও আগামী পরিকল্পনা সভা মঙ্গলবার (২৯ ডিসেম্বর ২০২০) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার মিলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবু সাহেল মোঃ ফোরকান উদ্দিন, মেডিকেল অফিসার পরিবার পরিকল্পনা ডাঃ তারেক আহমেদ শাওন, উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পিএইচডি-ইএইচডি এর বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খান, পিএইডি-ইএইচডি এর স্বাস্থ্য সমন্বয়কারী জাকির হোসেন, আরএইচ স্টেপ এর এ.কে.এম জাহিদুল ইসলাম, ডিআরআরএ এর সুখেন চন্দ্র সরকার উইনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্ধ, পৌসভার কাউন্সির ও সরকারী/বেসরকারী পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্মনীত সংবাদিকগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব কবির।
অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইএইচডি-পিএইচডি’র বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পিএইডি-ইএইচডি এর স্বাস্থ্য সমন্বয়কারী রেজাউল করিম ভূইয়া।
অনুষ্ঠানে বক্তারা চরফ্যাশন উপজেলায় ইএইচডি প্রকপ্লের বিভিন্ন কার্যক্রমের ভূয়সি প্রসংশা করেন। পাশা-পাশি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সাথে আরো কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সমূহে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোসহ বিভিন্ন দাবী জানান।
সভাপতির বক্তব্যে ডাঃ শোভন কুমার বসাক পিএইচডি কে ধন্যবাদ জানিয়ে বলেন, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করছে তা সত্যিই প্রশংসার দারী রাখে। কমিউনিটি ক্লিনিকের কমিটি সক্রিয়করণের পাশাপাশি কিছু সংস্কার করা ও প্রত্যন্ত অঞ্চলে আরো কিছু ভলান্টিয়ার নিয়োগদান সম্ভব হলে মানুষ আরো বেশি সেবা পাবে।”
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) বরিশাল বিভাগে ৩টি জেলার মোট ৮টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।