একুশ বরণ (কবিতা)
1 min read[ইব্রাহিম হোসেন]
নতুন সালের নতুন দিন ভাই বোনেরা সালাম নিন,
একটি বছর পরে আজ নতুন সালের নতুন সাজ।
আনন্দেতে নাচে সব খুশির জোয়ার কলরব।
দিক দিগন্তে খুশির ডাক দিচ্ছে সবাই নতুন হাঁক।
সবার মনে একই আশ সুখে কাটুক বারো মাস,
কষ্ট গুলো দূরে যাক সুখের ছোঁয়া মনে পাক।
প্রার্থনাতে বিভোর মন আল্লাহ জপে সারা’ক্ষণ
একুশ সালের প্রথম দিন বাজুক মনে খুশির বিণ।
গ্লানি যতো মনের মাঝ যাক্ না দূরে সকাল সাঁঝ,
সব জীবনে ফুটুক ফুল পাই যেনো সব নতুন কূল।
মিলেমিশে আমরা সব এক সাথে যে বলি রব,
মাওলা তুমি করো মাফ দাও করে দাও দিলটা সাফ।
দুহাজার বিশ হলো পার আমজনতা একা’কার,
আসলো নতুন একুশ সাল সত্য পথে কাটুক কাল।
মারামারি হিংসা আর পায়ে ডলে যে বার বার,
ভালোবাসার বাড়াই হাত সুখে সবার আঁখি’পাত
আজকে মনে খুশির ঢল মুছে ফেলো আঁখিজল,
কান্না ভুলে উঠাও শির নতুন সনের নতুন বীর।
শুভেচ্ছাটা জানায় দাও একুশ বরণ করেই নাও।
অতীত ভুলে সামনে পথ পাড়ি দিলেই স্বর্গ রথ।