পটিয়ার আদালতে বিচারাধীন ও থানার সতর্কীকরণ নোটিশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ; সংঘর্ষের আশঙ্কা
1 min read
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ;; চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বাহুলী এলাকায় আদালতের বিচারাধীন জায়গা ও পটিয়া থানার ৩১৭ সতর্কীকরণ নোটিশ অমান্য করে দিনরাত দ্রুতগতিতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। রহস্যজনক সংশ্লিষ্ট কতৃপক্ষ নিরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে।ফলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। এসংক্রান্ত বিষয়ে ইউসুফ বাদশার ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে রাশেদ জিলানী প্রকাশ লিটন, আবদুল জব্বার খন্দকারসহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা ও ডি আই জি বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। পটিয়া থানার ওসি’র নির্দেশে বিবাধীগনকে সতর্কীরণ নোটিশ দেয়া হয়েছে । কিন্তু বিবাদীগণ তা না মেনে গায়ে জোরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ কাজ করছে বলে শহীদুল ইসলাম অভিযোগ করেন। এ ব্যাপারে ঊধর্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি । এলাকার লোকজন জানান, বাহুলী মৌজার ইউসুফ বাদশার ছেলের সাথে প্রতিপক্ষদের সাথে জায়গায় নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এনিয়ে থানায় একাধিক অভিযোগ, আদালতে মামলা, ডিআইজিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে। তবে কৌশলে প্রতিপক্ষরা স্থাপনা নির্মাণ করা নিয়ে চরম বিরোধ চলছে দুই পক্ষের মধ্যে। এতে যে কোন মুহূর্তে সংঘর্ষের আশংকা রয়েছে এলাকার লোকজন জানান। ওসি রেজাউল করিম মজুমদার জানান, উভয় পক্ষ্থকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্কীকরন নোটিস দেয়া হয়েছে। কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে আইনে আওতায় আনা হবে বলে জানান।