সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় চোরাচালানকারী নিহত - Shimanterahban24
March 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় চোরাচালানকারী নিহত

1 min read

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক চোরাচালানকারী নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়েছেন।

সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক।

তিনি বলেন, সোমবার দিবাগত গভীর রাতে একদল চোরাকারবারীকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহলদল। এ সময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন এবং ভারতীয় এক চোরাকারবারী নিহত হয়। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারী বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। বিজিবির সঙ্গে তাদের গোলাগুলি হয়।এতে ওই চোরাকারবারী নিহত হয়েছেন। তবে তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাস্থরে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.