পটিয়ায় জেসমিন ও তার ছেলে সায়েম দু’জনই নিখোঁজ
1 min readসেলিম চৌধুরী ;; চট্টগ্রামের পটিয়া উপজেলার মা- ছেলে দুইজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এসংক্রান্ত বিষয়ে পটিয়া থানায় জিডি রুজু করা হয়েছে। সুএে জানাযায় জেসমিন আক্তার এর বাপের বাড়ি বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা এলাকায়। তার শশুর বাড়ি পটিয়ার উপজেলার কেলিশহর ইউনিয়ন বিল্লা পাড়ার রমিজ আহমেদ এর বাড়িতে। জেসমিন আক্তার (২৪) ছেলে সায়েম ৫ বছরের শিশু নিয়ে গত ২৪ ডিসেম্বর পটিয়ার কেলিশহর ইউনিয়নে খিল্লা পাড়া রমিজ আহমদ এর বাডি থেকে পটিয়া ছবুর রোড়ে দাঁতের ডাক্তার কাছে চিকিৎসার জন্য যায় ১১ টার সময় । এর পর মা- ছেলে আর বাড়িতে ফিরেনি। আশপাশের সম্ভাব্য সব এলাকায় খোঁজ করেও জেসমিন আক্তার ও তার ছেলে সায়েম’কে পাওয়া যায়নি।মেয়েটির মুখমণ্ডল গোলাকার, গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, গঠন মাঝারি
উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, চুল লম্বা কালো পরিধানে নীল বোরকা, ছেলে মোঃ সায়েম গায়ে রং উজ্জ্বল শ্যামলা মুখ মন্ডল গোলাকার মাঝারি গঠন গায়ে পরিধানে সাদা কালো গেঞ্জি ছিল। জেসমিন এর প্রবাসী স্বামী সোহেল এর ভাই আবদুল মন্নান পটিয়া থানার জিডি নং ১৩০৩/২০ ইং দায়ের করেছেন। কোন সহৃদয় ব্যক্তি মেয়েটি ও তার ছেলের সন্ধান পেয়ে থাকলে এই মোবাইল নম্বরে ০১৮৫৬-৮৩১৭৮১, ০১৮৫৪-১৩১১২০ যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।