নড়াইলে শালনগর মর্ডান একাডেমীতে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
1 min readমোঃ নয়ন শেখ :: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর মর্ডান একাডেমীতে ৪ টি বড় পদে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দিয়েছে পরীক্ষার্থীরা।
গত ২০-০৭-২০২০ তারিখে দৈনিক সমকালে শিক্ষক নিয়োগ শালনগর মডার্ন একাডেমী জন্য, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সহকারি গ্রন্থাগারিক, অফিস সহকারী কম্পিউটার অপারেটর এই ৪ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
তারি পেক্ষাপটে ২৪-১২-২০২০ তারিখে ১০ সকাল ঘটিকায় পরীক্ষা নেওয়া হবে বলে উল্লেখ থাকে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়। আবেদনকৃত প্রার্থীগণ সেই মোতাবেক দশটার আগে স্কুল চত্বরে হাজির হন।
কিন্তু এখানে দেখা যায় যে নিয়োগ বোর্ড যথা সময়ে পরীক্ষা গ্রহণে কাল বিলম্ব ঘটাইয়া যথাসময়ে পরীক্ষা না নিয়ে অসৎ উদ্দেশ্যে বিকাল ৩:৩০ মিনিটে পরীক্ষা গ্রহণ করেন। নিয়োগ বোর্ড অত্যন্ত সুকৌশলে তাদের আগে থেকে নির্ধারণ করা প্রার্থীদের নিয়োগ দেয়ার জন্য অপকৌশল পদ্ধতি প্রয়োগ করেন। এমনও নজির আছে নিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট সকলেই প্রশ্ন ফাঁস করে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচন করে। যা সম্পূর্ণ বেআইনি ও চরম দুর্নীতি ও শিক্ষক নিয়োগ বিধি বহির্ভূত প্রক্রিয়া। নিয়োগ বোর্ড ছিল পূর্ব থেকে সাজানো বোর্ড যেখানে স্বচ্ছতা ও সঠিকতার সামান্যতম ছোয়াও ছিল না। যা সঠিক তদন্ত করলে এদের অপকর্ম বের হয়ে আসবে।
এরই প্রেক্ষাপটে প্রার্থীগণ ১২ টি স্থানে অনুলিপি প্রদান করেন।