গোলাপগঞ্জ জমিয়তের শপথগ্রহণ ও কাসিমী রহ. স্মরণে দু’আ মাহফিল অনুষ্ঠিত
1 min readকে,এম, জাবের আহমদ ;; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা সিলেট এর নবনির্বাচিত সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়ার হুজুর এর সভাপতিত্বে এবং উপজেলা শাখার নবনির্বাচিত সেক্রেটারি হা.মাও. আলি আহমদ এর সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান এবং জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ ও অরাজনৈতিক কাওমি অঙ্গনের বৃহওম ঐক্যবদ্ধ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব, বেফাক এর সিনিয়র সহ সভাপতি, হাইয়ার কো-চেয়ারম্যান বাংলার মাদানী আল্লামা নূর হুসাইন কাসিমী রহ: এর জীবন-শির্ষক আলোচনা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
নূর হুসাইন কাসিমীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা জমিয়তের সহ-সভাপতি জননেতা আলহাজ্ব শামছুদ্দীন বাণীগ্রামী, লন্ডন মহানগরী জমিয়ত এর যুব বিষয়ক সম্পাদক হা.মাও. নাসির উদ্দীন আহমদ, জেলা জমিয়ত এর দায়িত্বশীল ক্বারী,মাও.মাহফুজ হুসাইন কাসিমী, পৌর জমিয়তেরর সভাপতি হা.মাও.আব্দুল গফফার, উপজেলা জমিয়ত নেতা মাও: হেলাল আহমদ ঘোষগাঁও, মাও: জামাল উদ্দীন শরীফগঞ্জী। উপজেলা জমিয়ত এর সাংগঠনিক সম্পাদক আগামি নির্বাচনে বুধবারীবাজার ইউনিয়নে জমিয়ত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ক্বারী মাও: খলিলুর রাহমান, উপজেলা জমিয়ত নেতা ক্বারী মাও.মুখতার হুসাইন,
উপজেলা জমিয়ত নেতা ও আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমুড়া ইনিয়নে জমিয়ত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাও. এমাদুদ্দীন সালিম, উপজেলা জমিয়ত নেতা মাও.হিফজুর রাহমান, মাও.মনোয়ার হুসাইন, হাফিজ মাও: রশিদুর রাহমান, পৌরসভা কাউন্সিলর প্রদপ্রার্থী জমিয়ত নেতা জাকির হুসাইন,জুনাইদ আহমদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ আলোচনা করেন।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠকরান গোলাপগঞ্জ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলিম ও জেলা জমিয়তের অন্যতম মুরব্বী হযরত মাওলানা শায়খ আব্দুল মতিন সাহেব।
পরিশেষে সভার সভাপতি সাহেব কাসিমী রহঃ এর রুহেমাগফিরাত কামনায় দু’আ করেন।
এসময় উপজেলার নবনির্বাচিত কমিটির সকল দায়িত্বশীল ও বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।