নামায আছে
1 min read[কাকলী আক্তার মৌ]
কাজকে বল নামায আছে;
তাইতো তোমায় রাখি পাছে।
অভাব যতই থাকুক তনে,
জমতে দেই না;আপনা মনে।
অভাব,স্বভাব বদলে নিতে,
দাড়িয়ে যাই সিজদা দিতে।
ছাড়ি সকল হাতের কাম,
স্মরণে রাখি প্রভুর নাম।
তাতে যদি পাই প্রভুর দয়া,
মাথায় রবে রহমত ছায়া।
আমি ডুবন্ত রবি,নিস্তেজ ছবি-
Kakoli Akther Mou