অসহায় ও শীতার্ত মানুষের মাঝে হবিগঞ্জ জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ
1 min readবানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে আজ ২৬ ডিসেম্বর ২০২০ ইংরেজি দিন ব্যাপী গ্রামের অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি বাজার এবং কুমড়ী বাজারে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়ছে।
দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জনাব মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, হবিগঞ্জ
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন ‘ র সভাপতিত্ত্বে তদন্ত ওসি প্রজিত কুমার দাস’র সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, হবিগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ছোয়াদ আলী, এডভোকেট হামিদসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কয়েক’ শ’ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।