বানিয়াচংয়ে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত
1 min readদিলোয়ার হোসাইন ;; ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং শাখার উদ্যোগে খলীফায়ে মাদানি সদরে জমিয়ত আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী(রহ.) জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.) ও জমিয়তের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী(রহ.)-এর জীবন কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুম’আ বানিয়াচং ১নং ইউপি হলে ছাত্র জমিয়তের সভাপতি মুফতী মোফাজ্জল হুসাইনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা শাহ আলম মঈনুল ইসলাম ও নূরুল আমীনের যৌথ সঞ্চালনায় এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জমিয়ত নেতা আল্লামা আব্দুল মুমিন (রহ.) আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.) ও নূর হুসাইন কাসেমী (রহ.)র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে আলোচনা করেন বানিয়াচং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান, ছাত্র জমিয়তের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম,
উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মুফতী মুবাশ্বির, আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আমীর হুসাইন,মাওলানা সালেহ আহমদ,জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী বশির আহমদ, যুব জমিয়ত উপজেলা আহ্বায়ক সদস্য সচিব, মাওলানা তাওহীদুল ইসলাম, যুব জমিয়তের আহবায়ক সহকারী সদস্য সচিব মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা ফরিদ আহমদ, ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি হাফেজ এনামুল হক, ছাত্র জমিয়তের ক্যাম্পাস শাখার সভাপতি মাহবুবুর রহমান,ফয়জুল্লা আদনান, মোহা.ইসলাম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত জেলার সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ উসমানী, মোহা.খেলু মিয়া, সাবেক ছাত্র জমিয়তের অর্থ সম্পদাক,মাওলানা মোজাম্মিল হক, মাওলানা তৈয়বুর রহমান মোহ.হুসাইন আহমদ,মুতাসিম বিল্লাহসহ উপজেলার আলেম-উলামা তুলাবা ও সর্বস্থরের তৌহিদী জনতা। অালোচনা সভায় বক্তরা বলেন, সদ্য প্রয়াত জমিয়ত নেতারা ছিলেন দ্বীন ইসলামের অগ্রসৈনিক, সর্বদা এরা ইসলাম হুকমত প্রতিষ্ঠার লক্ষে নিরলস মেহনত করে ছিলেন, জমিয়ত নেতাদের বিদায়ে জমিয়ত তথা ইসলামী রাজনৈতিক স্থানগুলো আজ অপূরণীয়।।