উগান্ডায় নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু
1 min read
উগান্ডা ও কঙ্গো সীমান্তের আলবার্ট হ্রদে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রবল বাতাসের কারণে নৌকাটি পানিতে ডুবে যায়।
স্থানীয় কর্মকর্তা আশরাফ অরোমো বলেন, নৌকায় থাকা অন্তত ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
একজন মেরিন কর্মকর্তা বলেন, হ্রদে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কম এবং সে কারণে অহরহ এমন ঘটনা ঘটছে।