আল্লামা কাসেমী রহ. স্মরণে গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত
1 min read
আবু তালহা তোফায়েল :: ২৫ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুমআ, ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে জমিয়ত ও হেফাজত মহাসচিব বাংলার মাদানি খ্যাত মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবর আল্লামা নূর হোসাইন কাসেমী রহঃ এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আল্লামা নূর হোসাইন কাসেমী রহঃ এর স্মৃতিচারণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন আল্লামা কাসেমী ছিলেন বিতর্কমুক্ত এবং আপোষহীন সিপাহসালার। তিনি শুধু জমিয়ত আর হেফাজতের অভিভাবক না, বরং গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবর ছিলেন। ঈমান বিধ্বংসীরা যেনো মুসলমানদের ঈমান হরণ করতে না পারে, সে ব্যাপারে তিনি ছিলেন একজন অতন্দ্র প্রহরী। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষারও একজন অতন্দ্র প্রহরী ছিলেন।
দোয়া পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাতসহ ছাত্র জমিয়তের অর্ধশতাধিক নেতাকর্মীরা।